মনুষ্যত্ব
– শাহিনুল ইসলাম শাহিন
শূণ্য পকেটে হাটতে শেখো
কয়েক শত মাইল,
কখনো পাবে পিচঢালা পথ
কখনো বাঁকা আঁইল।
পেটের ক্ষুধায় কাতর হয়ে
লড়াই করো বাঁচতে,
পরের উদর কী করে ভর
যেওনা তা যাচতে।
মোসাহেবের কানকথাতে
পাবে না যা সত্য,
তোষামোদের নেশায় মজলে
হারাবে ব্যক্তিত্ব।
সরল থাকলে ঠকবে না কভু
লোভে পড়লেই ক্লেশ,
অতিবুদ্ধি লব্দি করেই
বহু মশাই শেষ।
মানুষ রুপের মানুষ পাবে
পশুও থাকতে পারে,
সেই মানুষকে চিনবে তবে
বহু মানুষ ধরে।
আরও পড়ুন
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
সেপ্টেম্বর ২, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
সেপ্টেম্বর ২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ