বদের হাড্ডি
-শাহজাহান সিরাজ সবুজ
ব্যস্ত গ্রাম- গঞ্জ, ব্যস্ত শহর- বন্দর,
চারিদিকে লোকে লোকারণ্য,
ছুটছে সবাই গা ঘেঁষাঘেঁষি করে,
কেউ কারো দিকে তাকায় না ফিরে।
আত্মকেন্দ্রিকতা, বৈষয়িকতার ভূত,
চেপেছে কমবেশি সবার ঘাড়ে।
মানুষ আর যন্ত্র চলছে সমান্তরাল,
যন্ত্রের সাথে তাল মিলাতে মিলাতে,
একেকজন যেনো যন্ত্র মানব।
পরস্পরের প্রতি নেই শ্রদ্ধাবোধ,
বিশ্বাস, ভালোবাসা গেছে নির্বাসনে।
ক্ষমতার অপব্যবহারে মহাপণ্ডিত,
দায়িত্ব পালনে ঠন-ঠনা-ঠন।
ব্যর্থতা ঢাকতে মহা কৌশলী,
উধোর পিণ্ডি- বুধোর ঘাড়ে চাপাতে,
তারাই আবার মহা সিদ্ধহস্ত।
কারো কারো চেহারা আলাভোলা,
সুরেলা কণ্ঠের অধিকারী,
যেনো ভাজা মাছটি উল্টে খেতে জানেনা।
কর্মে একনায়কতন্ত্রী, মুখে উদারপন্থী,
ভিতরে ভিতরে বদের হাড্ডি।
আরও পড়ুন
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
সেপ্টেম্বর ২, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
সেপ্টেম্বর ২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ