
ভালোবাসার ফুল
– নূরুল ইসলাম বিপিএম
একাকীত্বের বিবর্ণ বিষন্নতা তুমি
পিপাসিত হৃদয়ে তৃষ্ণার জল,
কর্মমুখরিত জীবনের একটু অবসরে
হৃদয়ের গহীনে তোমায় খুঁজিতেই দেখি
তুমিই রয়েছো সেথায় অবিচল।
দেখি-অধরে তোমার মৃদু কম্পন
ললাটে ঘর্মাক্ত বিন্দু বিন্দু বাষ্প কণা,
ক্ষণিক বিরহ যাতনে পুড়ে ছারখার
অভিমানে গুমোট আকাশ যেন-
হাজার বছর হয়নি হৃদয়ের লেনাদেনা!
ভালোবাসা-বাসি এমনিই হয়
নীরবে-নিভৃতেই এ বাঁশীতে–
বেজে উঠে অমোঘ সুর,
ক্ষণিক ব্যস্ততার মাঝে একটু আড়ালে
তবুও মনে হয় হাজার বছর দূর!
তোমার অকারণ বিষণ্ন হৃদকম্পন
জানি সেও মোটেও অমূলক নয়,
তবুও জীবন জীবীকার তাগিদ অনেক
সেও-তো এক জনমেই বয়ে-সয়ে যেতে হয়!
আবির রঙের ভালোবাসা চির অম্লান
অকারণ হৃদকম্পন-বুঝিতে নেই তারে ভুল,
জীবনযুদ্ধের মাঠে কতযে কাঁটার আঘাত
সবকিছু সয়েই তো
ফোটাতে হয় নির্মল ভালোবাসার ফুল।