বার্তা কক্ষ # ০৩
মার্চ ১৩, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত পরিচালিত ও রাবেয়া খাতুনের লেখা নতুন নাটক ‘ওলট পালট’। এ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। প্রায় দুই বছর আগেও একবার আবুল হায়াতের পরিচালনায় কাজ করেছেন মম। জানা যায়, এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে। শিগগিরই নাটকটি চ্যানেলে আইতে প্রচার হবে...