বর্ণবাদের শিকার
-শাহজাহান সিরাজ সবুজ
কয়লার রঙে রঙ গতর আমার,
তাই বর্ণবাদের হই যে শিকার,
ঘরে বাইরে সবখানেতে ভাই।
পুনর্জন্ম হয়গো যদি আমার,
তখন স্রস্টাকে বলিবো সবিনয়,
জ্বলন্ত লোহার রঙের মতো,
অথবা দিনের আলোর মতো
সাদা রঙের গতর দেয় যে আমায়।
কোনো মায়ের জঠরে ছিলোনা আলো,
সেথায় ছিলো নিরেট কালো অন্ধকার,
তবে কেনো কালোতে এতো শুচিবাই।
আলোর উৎস হাজারটা পাবে,
কালোর উৎস খুঁজে নাহি পাবে!
আলোর উৎস যেদিন ফুরিয়ে যাবে,
সেদিন হবে জগৎ কালোময়!
আমিতো নিজেকে করিনি সৃষ্টি,
সৃষ্টিতে ছিলোনা আমার হাত,
সৃষ্টি, ধ্বংস, বেঁচে থাকা,
সবি প্রকৃতি বা স্রস্টার নীলাখেলা,
তবে কেনো বর্ণবাদের শিকার হই,
ঘরে বাইরে ভাই?
সাদা, কালো, লাল গোলাপ
বাগানের বৈচিত্র্যময় সৌন্দর্য,
তেমনি সাদা-কালো মানুষও
জগতের সৌন্দর্য
জেনে রেখো সবাই।
তাই সাদাকালোয় ভেদাভেদ
করিও না ভাই।
আরও পড়ুন
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ