
শাহাদাৎ হোসেন:: নারায়ণগজ্ঞ সিটি কর্পোরেশন (নাসিক) এর ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মনির হোসেনের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১’তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী কতেক সেনা-সদস্যর হাতে শাহাদাৎ বরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারে সকল সদ্যদের সু-স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
সোমবার (৩০ মে) বাদ জোহর মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহব্বায়ক আব্দুল হাই রাজু, যুগ্ন আহব্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার(খিচুড়ী) বিতরন করা হয়।
এদিকে নাসিক ২নং ওর্য়াড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে যথাযথ মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৩০ মে) বাদ জোহর মিজমিজি দক্ষিনপাড়া বাইতুস তাকওয়া জামে মসজিদের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র আহব্বায়ক আব্দুল হাই রাজু, যুগ্ন আহব্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল ভূইয়া, টিএস তোফা, নজরুল ইসলাম বাবুল, মোক্তার হোসেন মুক্তুল, গোলজার হোসেন, মুজাম্মেল হোসেন, রাজা মিয়া, নূরুদ্দিন সাগর, মামুন মিয়া, ডালিমসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরন করা হয়।