
প্রেস বিজ্ঞপ্তি: নারায়নগঞ্জ জেলায় সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম হইতে ঢাকা অভিমুখী একটি ট্রাক তল্লাশী করে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে র্যাব-১১ এর এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ ইদ্রিস মিয়া (৩৫), মোঃ রাকিব (৩০), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মেহেরাজুল (২১)।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।