আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় জ্বালানী তেলে কারচুপি করার দায়ে পেট্রোল পাম্পসহ তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী সাহাপুর এলাকার জান্নাত ফিলিং স্টেশন, সাকোয়া বাজারের মালিয়া ফার্মেসি ও দুই ভাই চাল ঘর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেলে বোদা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চন্দনবাড়ী সাহাপুর এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে জ্বালানী তেল অকটেনের পরিমাপে কম পাওয়া যায়। এসময় পাম্প কর্তৃপক্ষকে জ্বালানী তেলে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা, সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে ৩ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পঞ্চগড় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।