মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঘিওর থানা চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২২ উপলক্ষে, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী।
ঘিওর থানা উপ-পরিদর্শক (ওসি তদন্ত) খালিদ মনসুর-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী শচীন্দ্রনাথ মিত্র, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ৮২টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক’সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।