ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, বেসামরিক লোকদের হতাহতের পরিমাণ কমাতেই বর্তমানে হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে রুশ সেনারা। খবর আল জাজিরার
বুধবার উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একটি বৈঠকে এমন দাবি করেন সের্গেই সোইগু।
পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে রুশ সেনারা। এ কারণে বাধ্য হয়ে এখন তাদের হামলার তীব্রতা কমিয়ে দিতে হয়েছে।
কিন্তু এ দাবির বিপরীত দাবি করলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেসামরিক মানুষদের মধ্যে হতাহতের পরিমাণ কমানোর জন্য সব করা হয়েছে। অবশ্যই এ কারণে অভিযানের তীব্রতা কমে গেছে, কিন্তু আমরা এটি ইচ্ছাকৃতভাবে করছি।
গত কয়েক সপ্তাহে খুব বেশি সাফল্য পায়নি রুশ সেনারা। যুদ্ধের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে সরে আসে রুশ বাহিনী। এরপর তারা নজর দেয় দোনবাস ও দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে। কিন্তু কয়েকদিন ধরে সেখানে যুদ্ধ ‘থমকে’ আছে।
সূত্র: আল জাজিরা