
টাকা
-শাহজাহান সিরাজ সবুজ
টাকা থাকলে পকেটে,
শালার পোলা-ও বাবা ডাকে।
টাকা না থাকলে পকেটে,
তুমি মূল্যহীন জগতে।
যদি টাকা থাকে অঢেল,
তুমি রাজার রাজা মহারাজা,
দুনিয়াটা তোমার প্রজা।
মনের সাথে মন মিলবে না,
টাকা না থাকলে পকেটে!
মনের মানুষ হয়না আপন,
যদি পকেট ফাঁকা থাকে।
ভালোবাসার ধরে
কিনতে গেলাম একটা প্রেমিকা,
টাকা না থাকায়,
ফাঁকি দিলো সেই প্রেমিকা।
কত স্বপ্ন ছিলো, ইচ্ছে ছিলো,
বাঁধব একটা সুখের ঘর,
পকেট শূন্য থাকায়
আমায় করলো সে পর।