লাইফস্টাইল ডেস্ক: মানব দেহে গড় হিমোগ্লোবিন ১২ থেকে ১৮ মিগ্রা./লি.। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে রক্তস্বল্পতা বা এনিমিয়া বলে। রক্তে হিমোগ্লোবিন কতটুকু কমলো তার উপর ভিত্তি করে একে তিনভাগে ভাগ করা যায়।
১) মৃদু রক্তস্বল্পতা
২) মাঝারি মারাত্নক রক্তস্বল্পতা
৩) মারাত্মক রক্তস্বল্পতা
আপনার দেহে হিমোগ্লোবিন এর পরিমাণ কত তার উপর ভিত্তি করে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। মৃদু রক্তস্বল্পতা থাকলে সাধারণত লৌহসমৃদ্ধ খাবার (যেমন: কচু শাক) খেলেই নিরাময় পাওয়া সম্ভব। হিমোগ্লোবিন বেশি কমে গেলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
সূত্র: ইন্টারনেট