
মো. জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের রায়নগর মোড়ে ফরিদপুর-৪ আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সুস্থতা কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রায়নগর মোড় কাজী অফিসে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোলাম মওলা’র সার্বিক তত্ত্বাবধানে মোনাজাত ও দোয়ার মাহফিলে ওলিউর রহমান মোড়ল, ডাঃ রফিকুল ইসলাম, হিরু মিয়া, মান্নান খাঁ, জিল্লাল শেখ এবং এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য যে, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।