নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আঁধারে পুকুরে কীটনাশক দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের মহিউদ্দিন আহম্মেদের ছেলে দৈনিক বাংলা নবকন্ঠ নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক নিজাম উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মাছ চাষী।
জানা যায়, শ্রীঘর গ্রামের মহিউদ্দিন আহম্মেদের ছেলে স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন ৬৮ শতাংশ একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই পুকুরে গ্যাস প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে ওই পুকুরে বিপুল পরিমাণ মাছ ভাসতে দেখে কান্নায় ভেঙে পড়েন মাছ চাষী নিজাম উদ্দিন। এ ঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই মৎস্য চাষী।
কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত নিজাম উদ্দিন বলেন, ধারদেনা করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। বিষ দেয়ায় আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার সাথে কারো কোনো শত্রুতা নেই।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।