![](https://www.janatarsomoy24.com/wp-content/uploads/2023/02/12-1.jpg)
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আফরিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই ছাত্রী। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি এবার ডি.কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্জুর হক বলেন, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিলনা৷ সে রেজাল্ট শোনার পর বাসায় এসে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করছে। তাকে নামানোর পর সে মারা যায়।