বাছাধন
|শাহজাহান সিরাজ সবুজ|
আশেপাশে কতশত মানুষ,
কত মুখ, মুখশ্রী আর মুখচ্ছবি,
কেউ বলেনি, কেউ বলে না,
বাছাধন কেমন আছিস?
তোমায় মনে পড়ে বারেবারে,
কেমন আছো বাবা ওপারে?
হে পরওয়ারদিগার,
নতমস্তকে সর্বদা করি প্রার্থনা,
বাবাকে করো জান্নাতবাসী।
বাবা শুনতে পাচ্ছো,
আমি এখন বৃদ্ধ হতে চলেছি,
কিন্তু এখনো তুমি ব্যতীত,
আমি অসহায়, বড্ড অসহায়।
যদি পাইতাম ফিরে বাবাকে,
তাঁর চরণতলে নিজেকে
করিতাম সমর্পণ।
কত অবাধ্য হয়েছি, কষ্ট দিয়েছি,
জ্বালিয়েছি, শান্তি দেইনি দুদণ্ড,
তবুও গায়ে হাত তুলনি কভু।
আমি কথা রেখেছি বাবা,
উত্তর- দক্ষিণ মেরুর মতো
হিমশীতল বরফ হতে পারিনি,
কিন্তু শান্ত হয়েছি অনেকটা।
এমনটা যদি আগে হতাম,
বিদায় বেলায় আমাকে নিয়ে,
তোমার হতো না দুশ্চিন্তা।
ক্ষমা করো বাবা আমায়।
তোমার সহোদর, তোমার বয়সী,
এমনকি আমার সন্তানের মাঝে,
তোমার ছায়া খুঁজি, গন্ধ খুঁজি,
কিন্তু খুঁজে পাইনা।
কারণে- অকারণে, শ্রদ্ধা- স্নেহে,
কতজনকে বাবা বলে ডাকি,
কিন্তু তোমাকে বাবা ডাকার মধু,
কোথাও খুঁজে পাইনা।
বাবা শোন, সেদিন এক নারী,
আমাকে জিজ্ঞেস করেছিল,
কেমন আছিস বাছাধন?
তোমার কথা মনে করে,
ওইদিন কেঁদেছিলাম অঝোরে।
ভালো থেকো বাবা ওপারে।