মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জেলা পুলিশিং ফোরামের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পদ্মার বুকে চরাঞ্চলের তিন শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিরতণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার উপস্থিত ছিলেন।
এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী সহ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়া, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, হরিরামপুরের এই চরাঞ্চল জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এ অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা অনেক কম। অসহায় মানুষের দুঃখ- দুর্দশার কথা চিন্তা করে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হলো। এখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে।
এ সময় তিনি আরও জানান, ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা পুলিশের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।