আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল জব্দ করে। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার বুড়িরচর থেকে গুলিশাখালীর জাংগালিয়ার ঠোডা পর্যন্ত পায়রা নদীতে পাতা বিভিন্ন স্থানে অবৈধ ১০০০০ মিটার কারেন্ট জাল, ১২ টি বেহুন্দি জাল ও অন্যন্য ২ টি জাল উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মো. ফারাহ। ফিল্ড ফেসিলিটেটর হিমেল আহমেদ, নয়ন চন্দ্র, আরিফুর রহমান, দীপংকর পাইক,সাকিব।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা সায়েদ মো. ফারাহ জানান, মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। এবং সেই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।