
এ এইচ অনিক বিশেষ প্রতিনিধি : সারাদেশের মত ফরিদপুর জেলার ৯টি উপজেলাতেও চলছে ভোটার তালিকার হালনাগাদ ২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ।
প্রথম ধাপে গত ২০ মে ২০২২ থেকে ভাংগা ও সদরপুর উপজেলায়, ১৮ জুন থেকে ২য় ধাপে আলফাডাঙ্গা ও ফরিদপুর সদর ৩য় ধাপে ১০ আগস্ট ২০২২ থেকে মধুখালি ও বোয়ালমারী উপজেলায়, ৪র্থ ধাপে ১২ সেপ্টেম্বর ২০২২ থেকে চরভদ্রাসন ও নগর কান্দা এবং সালথা উপজেলায় তথ্য সংগ্রহ এর তারিখ দেওয়া হয়েছে।
অন্যদিকে নিবন্ধন কার্যক্রম পরিচালনার তারিখ ১১ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত ভাংগা উপজেলা, ১১ জুন থেকে ০৮ জুলাই সদরপুর, ১৩ থেকে ২৮ জুলাই ২০২২ আলফাডাঙ্গা উপজেলা ও ৩০ জুলাই থেকে ০৬ সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলা, ০৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ০৪ অক্টোবর ২০২২ মধুখালি উপজেলা,০৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২২ বোয়ালমারী উপজেলা,০৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর চরভদ্রাসন উপজেলা,১৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২২ নগরকান্দা উপজেলা, ১৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর ২০২২ পর্যন্ত চলবে জেলার মোট নয়টি উপজেলার ভোটার তালিকার হালনাগাদ ২০২২ এর কর্যক্রম।এমনটাই জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শামীম।
তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, আলফাডাঙ্গা উপজেলার কয়েকটি কেন্দ্রেগিয়ে দেখাগেছে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটার তালিকার হালনাগাদ ও ছবিতোলার কাজ। এসময় নুতান ভোটার হতে উঠতি যুবক যুবতিদের অংশগ্রহনই চোখে পড়ার মতো।