
মোঃ রফিকুল ইসলাম মৃধা ঘিওর (মানিকগঞ্জ):
বিএনপি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি এবং তাঁর নামে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঘিওর বাজার প্রদক্ষিণ শেষে, পূণঃরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, মানিকগঞ্জ জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক’দ্বয় যথাক্রমে মোঃ আতোয়ার রহমান ও আব্দুল মতিন মুসা, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশনসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সুবিধাবাদী একটি মহল তাঁদের সুবিধা অর্জনের লক্ষ্যে দেশের মধ্যে বিশৃংখলা ঘটানোর অপপ্রয়াস চালাচ্ছে। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধুকণ্যা জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় দেশ যখন উন্নত দেশের কাতারে পৌঁছাতে যাচ্ছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে, তখন দেশ বিরোধী চক্র বিএনপি ও তাঁদের দোসররা মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বিভিন্ন ধরনের কটুক্তি করে যাচ্ছেন। এতেই তারা ক্ষান্ত হননি। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা প্রাণনাশের হুমকী পর্যন্ত দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে সাথে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবো।