
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় আ’লীগ আশুলিয়া থানা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল থেকে কঠোর হুশিয়ারী দিলেন নেত্রীবৃন্দ
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আশুলিয়া থানা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে থানা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিলেন। তারা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন, বিএনপি যেন রাজপথে কোন মিনিল মিটিংএর নামে জ্বালাও পোড়াও করতে না পারে। আশুলিয়ার মাটিতে বিএনপির কোন কর্মসুচি পালনের চেষ্টা কররে কঠোর হাতে মোকাবেলা করতে হবে
আশুলিয়া সদর ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মতিউর রহমান মতির নেত্রীত্বে নেতাকর্মিবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রকিবুল ইসলাম বাবুল মাস্টারের নেত্রীত্বে নেতাকর্মিবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।মিছিলে এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন মাদবরের নেত্রীত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন এছাড়াও অন্যান্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নেত্রীত্বে নেতাকর্মিবৃন্দ মিছিল সমাবেশে অংশ নেন