মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্রীদের উক্তক্ত্যের প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর হামলা চালিয়েছে বখাটেরা। উপজেলার নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার সহকারি শিক্ষক (বিজ্ঞান) মোঃ শামীম রেজার উপর এ হামলা চালানো হয়।
শুক্রবার (২৬আগস্ট) রাতে নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষককে ও রাতেই নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়াা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে নারায়নপুর গ্রামের মতি মিয়ার ছেলে বখাটে রাসেল মিয়া (২৮) প্রধান করে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
সুত্র জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকার ওই সব বখাটেরা উক্ত মাদ্রাসার ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। ওই শিক্ষক বখাটেদেরকে একাধিকবার সর্তক করে আসছিলেন। তাদের এই অপকর্মের বাধাঁ হওয়ায় ওই রাতে বাজার থেকে বাসায় যাওয়ার পথে বখাটেরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মকভাবে আহত করে।
এ ব্যাপারে নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আজ শনিবার (২৭আগস্ট) ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সাদেক মিয়ার সভাপতিত্বে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বখাটেদের দ্রত আইনের আনার দাবী জানানো হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনগত ভাবে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।