মনির হোসেন, প্রতিনিধি নবীনগর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ শনিবার দুপুরে রতনপুর আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ।
রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন সাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাতি এডভোকেট সুজিত কুমার দেব,ইয়াবের হাসান জামিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম সোহেল,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, মাহমুদা আক্তার শিউলী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েদ, সভায় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ,স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতারা।
আলোচনা সভাশেষে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরন করা হয়।