সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে প্রায় ২২’লাখ টাকার চোরাই মাল উদ্ধারসহ গ্রেফতার-৭। শনিবার (১১ জুন) ধৃতদের ভিবিন্ন জেলা থেকে গ্রেফতার পূর্বক নারায়ণঞ্জ আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানায় গত ৪’জুন প্রায় ২২’লাখ টাকার মূল্যোর মালামাল ট্রাক চালক ও হেলপার কর্তৃক চুরির ঘটনায় ২নং মামলা দায়ের করা হয়।
মামলার সূত্রধরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার- এর নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম-বারসহ তদন্তে নামেন এবং ঘটনার মাত্র ৭’দিনের মধ্যে অত্র মামলার আসামী মাদারীপুর জেলা ও থানার পুরান হাজী হাওলা গ্রামের ইউসুফ সিকদারের ছেলে ট্রাক চালক মো. হেলাল সিকদার, ভোলা জেলার লালমহন থানার বজলু হাওলাদারের ছেলে মো. আরিফ(২৫), একই থানার থানা জেলা ও থানার আজিজ ভূইয়ার ছেলে মো. আনছার, তাদের দেওয়া তথ্য মতে গাজীপুর বাসন থানা এলাকা থেকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ছটুয়াখালী গ্রামের আলাল উদ্দিনের ছেলে মো. রিয়াজ, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গলাকান্দা মাঝিপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে ভোজন চন্দ্র দাস উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে নোয়াখালী জেলার কবির হাট থানার নবগ্রাম এলাকার মানিক মিয়ার ছেলে মো. বাবুল হোসেন ও বাচ্চু মিয়ার ছেলে নূরুদ্দিনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের কাছ থেকে ৪’শ ৫০’কাটুন কনডেন্স মিল্ক, ৫০’বস্তা গ্রীণ টি,৭৫’ব্যাগ মুগ ডাইল, ৫’কার্টুন সরিষার তেল ও ৫০’বস্তা চানাচুর যার মো মূল্য ২১’লাখ ৪৯’হাজার ৫’শ ৬৫’টাকা।
ধৃতদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।