শাহজাহান সিরাজ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকারী ভারতীয় ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীনকুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা।
রবিবার (১২ জুন) বিক্ষোভ মিছিলটি আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।