মোঃ জোবায়ের পারভেজ শোভন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১১ নং আজিমনগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকালে আজিমনগর ইউনিয়ন পরিষদ এর হলরুমে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আজিজুল শেখ। এতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ কোটি ২ লক্ষ ১০ হাজার ৫ শত ৬০ টাকা বাজেট ঘোষনা করা হয়।
এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান। এছাড়াও সকল ইউপি সদস্যসহ ইউনিয়ন সংশ্লিষ্ট সকলেই উপস্তিত ছিলেন।
ইউপি সচিব আজিজুল শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জহির হাওলাদার, আনসার ভিডিপি ইউনিয়ন কমান্ডার রেজাউল কাজী, তৈয়ব আলী মাতুব্বর, বাদশা শরীফ, রোকন মুন্সী, লিটু হাওলাদার, ইউপি সদস্য আহাদ, নান্নু তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত এবং সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।