ব্যাঙের নৃত্য
– শাহিনুল ইসলাম শাহিন
টিনের চালে টাপুর টুপুর
অঝোর ধারার বৃষ্টি,
হিজল বনে ভেজা কাকের
দূর দিগন্তে দৃষ্টি।
নয়া পানির মায়ার টানে
ট্যাংরা মাছের নৃত্য,
তাই দেখিয়া কুলাব্যাঙ ও
গেয়ে উঠছে গীত্য।
ঝিলের জলে শালুক ফুলের
মন মাতানো রুপের হাট,
চুপটি খোঁজে গাঁয়ের বধু
শান বাঁধানো পুকুর ঘাট।
সবুজ পাতায় মেঘের নাচন
দিন রাত্রি চলছে,
মৌমাছিরা কদম ফুলে
ঘোমটা খুলে দুলছে।
আগুনলাগা কৃষ্ণচূড়ায়
হিমেল হাওয়ার বায়না,
আসছে শীতেই গড়িয়ে দেবো
সাত মণিহার গয়না।
বৃষ্টি এলো বর্ষা হলো
আকাশ ডেকে বলছে ঐ
জুড়িয়ে দেবো সবারই প্রাণ
তোরা সবে গেলি কই?
আরও পড়ুন
ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ