হারানো সুরের মূর্ছনা
-নূরুল ইসলাম বিপিএম
বৃথা চেষ্টায় বৃথা হৃদ্য সাধনায়
এপারে ওপারে চারিধারে খুঁজছি যারে,
সে জানি না আজ রয়েছে কতদূরে,
তবুও সে কেনযে ঘোরে ফেরে মন মন্দিরে!
ফেলে আসা সুদূর পথের বাঁকে,
সে কেনযে আজও ছবি আঁকে,
কৃষ্ণতলায় অপেক্ষায় বসে বসে,
কেনযে সে আজও পিছু ডাকে!
জোছনা প্লাবিত বিলের জলে,
কেনযে দেখি আজও তার প্রতিচ্ছবি,
কেনযে সে বাঁশি আজও বুকে বাঁজে,
ছন্দে ছন্দে যারে এঁকে হই আমি কবি!
কেনযে শাল পিয়ালের বনে বনে,
আজও ভেসে বেড়ায় তার স্মৃতি,
কেন তৃষিত নয়ন আজও খোঁজে তারে,
কেনযে শয়নে স্বপনে আজও তারে দেখি!
হারানো সুর কেনযে আজও সুর তুলে,
আড়াল হতে পেছনে ডেকে যায়,
কেন সে মন মন্দিরে আজও খেলা করে,
আজও কেনযে মন তাকে খুঁজে পেতে চায়!