এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে তিশা পরিবহন যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন আহত হয়েছেন। সোমবার রাত ৪টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হল, তুহিন ৩২, শামীম ৪০, নাহিদ , হাসান, ওমর ফারুক, মাহিদ, তানিয়া সুলতানা, নাজনীন আক্তার, রাইফাসহ ২১ জন।এরা সবাই লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ ও রংপুরের বাসিন্দা।
আমতলী থানা পুলিশ ও আমতলী ফায়ার সার্ভিস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব-১৪-৭৪৯৩) যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। পথে বাসটি মহিষকাটা বাজারে পেঁৗছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশে খাদে পড়ে বাসটি। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডা. সুমন বিশ্বাস জানান, রাতে আহত ২১ জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আহতদেরকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।