সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এম. এ. স্বপন ইসলামিক মডেল স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় স্কুলের অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য এম. এ. স্বপনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ সরদার।
উক্ত আয়োজনে স্কুলের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, অত্র স্কুলের অরগানাইজেশন কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম ও আতিক চৌধুরীসহ শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভায় এম. এ. স্বপন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার রাখাল রাজা যিনি এদেশের গণমানুষের মুক্তির কথা ভেবেছিলেন। তাঁর মতো একজন দূরদর্শী নেতা এই বঙ্গে জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে তিনি এনে দিয়েছিলেন একটি পতাকা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভূমিপুত্র বঙ্গবন্ধু সেই গর্বিত প্রজন্ম। তোমরা জাতির পিতার ত্যাগের মহিমা ধারণ করেই এদেশের সেবায় মনোনিবেশ করবে। তাহলেই তাঁর আত্মার শান্তি পাবে। তাঁর দেখানো পথে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।