নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামে রাস্তার চলাচলের যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে চাচাত ভাইয়ের কিল-ঘুসিতে আবুল খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সকাল ৮ ঘটিকায় কুড়িঘর বাজারে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে খায়ের মিয়ার সাথে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বাড়ির রাস্তার যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিলো।
সোমবার সকালে কুড়িঘর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়,কথাকাটাকাটির এক পর্যায়ে রফিক মিয়া আবুল খায়ের কে কিল ঘুষি দেয় বলে জোনা যায। কিল-ঘুসিতে আবুল খায়ের আহত হলে পল্লী চিকৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষনা করেন।
নবীনগর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন,তারা দুই জনের মধ্যে চলাচলের রাস্থা নিয়ে বিরোধ ছিল,আজ সকালে চা স্টলে দুজনের তর্কবিতর্ক হয়।
তর্কবিতর্কের এক পর্যায়ে রফিক মিয়া খায়ের মিয়া কে কিল ঘুষি দিলে সে আহত হয়,অসুস্থ অবস্থায় পল্লী চিকৎসক এর কাছে নিলে তাকে মৃত ঘোষণা করে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। এ সংক্রান্ত অন্যান্য আইনগত পক্রিয়া যেটা চলমান রয়েছে।