সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রঃ)’র ৫৮’তম উরশ মোবারক উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালাগান অনুষ্ঠিত।
গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে দর্শক শ্রোতা আর অতিথিদের উপস্থিততে এই পালাগান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উরশ কমিটির আহ্বায়ক গোদনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলী, উরশ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু, রেজাউল করিম কুদরত ফকির, উকিলউদ্দিন টক্কু, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল মালেক, শাহ জালাল ও ওয়াজকরনী গ্রুপ। এর আগে দুপুরে হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রঃ) উরশ মোবারক উপলক্ষে মিলাদ ,দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।