
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ বহু মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সাহেব আলী গ্রেফতার। গতকাল শনিবার শীতলক্ষা নদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক সানোয়ার হোসেন, ইয়াউর রহমান, আলমগীর হোসেন, সহকারী উপ-পরিদর্শক আঃ রাজ্জাক, হাসান মিয়া, জহিরুল ইসলাম-১, জহিরুল ইসলাম-২ ও শওকত হোসেন আটি ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী সাহেব আলী শীতলক্ষা নদীতে ঝাঁপ দেয়।
পরে উপ-পরিদর্শক সানোয়ার হোসেনও নদীতে ঝাঁপ দিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত সাহেব আলী সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াবদা কলোনী এলাকার মৃত. গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় বহু মামলাসহ একাদিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়