গাজীপুর প্রতিবেদক:
গাজীপুরে টিআইবি -সনাকের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়। ‘ তথ্য প্রযুক্তির যুগে,জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক ‘ এই স্লোগান কে সামনে রেখে টান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ ( টিআইবি) , সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের উ্যদোগে।
আজ ২৮ সেপ্টেম্বর বুধবার গাজীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সনাক কার্যালয় থেকে ১ টি র্যালি বের হয়ে রাজদিঘির পাড়, জেলা প্রশাসন চত্তর হয়ে গাজীপুর প্রেস ক্লাবে এসে শেষ হয়।
র্যালি শেষে সনাক কার্যালয়ে আলোচনা সভা,ওয়েব পোর্টাল সার্ভের রিপোর্ট প্রকাশ,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সনাক গাজীপুরের সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সনাক গাজীপুরের সাবেক সভাপতি অধ্যাপক মো. শহীদ উল্ল্যা, সনাক সদস্য অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ইয়েস আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী, অন্যান্য ইয়েস ও সনাক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও ওয়েব পোর্টাল সার্ভের রিপোর্ট উপস্থাপন করেন সনাকের সহ-সভাপতি মোঃ সোলাইমান হোসেন খান (শাহেদ)।
আলোচনা সভায় তথ্য অধিকার আইনের সুফলতা, টিআইবি র ভূমিকা টেকসই উন্নয়নে ও সুশাসন প্রতিষ্ঠায় আইনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সর্বোস্তরে আইনের বাস্তবায়ন নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।