মোঃ রফিকুল ইসলাম মৃধা : মানিকগঞ্জ
বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, যুগ্ন- সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল প্রমূখ বক্তব্য দেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর শ্রমিকলীগের সভাপতি জাহিদুর রহমান জাহিদ’সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে ঘিওর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঘিওর বাজার প্রদক্ষিণ শেষে পূণঃরায় দলীয় কার্যালয়ে এসে দোয়া ও কেক কাটার আয়োজন করে।
এ সময় ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।