যান্ত্রিকতায় নয়
– শাহজাহান সিরাজ সবুজ
শহরের জীবন, যার যার মতোন,
আত্মকেন্দ্রিকতায় ভরপুর।
নিজেকে নিয়ে সবাই মহা ব্যস্ত,
কোথাও তাকানোর সময় নাই।
আমিও হয়তো ব্যতিক্রম নই।
আহারে শহরে জীবন,
তুই যান্ত্রিকতায় নিমজ্জিত,
তোরে আমি চাইনা।
অতপর চলে গেলাম গ্রামে,
সেখানে গিয়ে দেখি, একই কান্ড,
শহরের বাতাস বইছে দেদারসে।
যান্ত্রিকতায় ছোঁয়া লেগেছে গ্রামে।
গ্রাম কিংবা শহর বদলে যাচ্ছে সবি,
যেমনি মেকাপের আড়ালে লুকায়িত
স্রস্টাপ্রদত্ত চেহারখানি।
তেমনি যান্ত্রিকতার বেড়াজালে,
মানবতা, সম্পর্কগুলো নির্বাসনে।
মানব জীবনে যন্ত্র অপরিহার্য,
কিন্তু মানুষ যদি হয়ে যায় যন্ত্র,
তাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য।
যান্ত্রিকতায় নয়, অকৃত্রিমতায়
টিকে থাক মানুষে মানুষে সম্পর্ক।
আরও পড়ুন
অক্টোবর ১৫, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
অক্টোবর ১০, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ
অক্টোবর ৮, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ