
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বানিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তার খেতের সারি সারি বেডের ওপর এখন শোভা পাচ্ছে চোখ জুড়ানো টসটসে লাল স্ট্রবেরি। এরই মধ্যে স্ট্রবেরি তোলা শুরু হয়েছে এবং তা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে।এতে করে এক দিকে যেমন লাভবান হচ্ছেন তিনি অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে সেখানে।
পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সুজাত আলী। গত বছরের নভেম্বরে জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা কিনে তার জমিতে রোপণ করেন। চারা রোপনের ৭০ থেকে ৮০ দিনের মধ্যে ফল বিক্রির উপযুক্ত হয়। বর্তমানে তার বাগানে ৩৬ হাজারের মতো স্ট্রবেরি গাছ রয়েছে।
ব্যাতিক্রমি এই ফলন আবাদ করে নিজ এলাকায় ব্যাপক আলোচিত হয়েছেন এই কৃষক।বর্তমানে প্রতি কেজি ৮শ থেকে ১২শ টাকায় বিক্রি করছেন তার ক্ষেতের স্ট্রবেরি ।
তার এই বাগান করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২ লাখ টাকা। বাগানে যে পরিমান স্ট্রবেরি আছে তা ৩০ থেকে ৪০ লাখ টাকায় বিক্রির আশা সুজাত আলীর।
পীরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর নবী জানান, অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় এ ফসল আবাদে কৃষদের উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। এ বছর উপজেলার আড়াই একর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে।স্ট্রবেরি চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।