
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে দুই থেকে চার বছরের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
(১৪ মে) শনিবার দুপুরে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাঈন উদ্দিন ও বাচ্চু মিয়ার ছেলে উসমান (০৪) ও তার আপন চাচাতো ভাই আবদুল্লাহ (০২)
সরেজমিনে গিয়ে জানা যায় বাড়ির পাশে খেলাধুলা করছেন শিশু উসমান ও আবদুল্লাহ দুজন। কিছুক্ষণ পর তাদেরকে আর দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করলে এক পর্যায়ে দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুই শিশু উসমান ও আবদুল্লাহকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের শোকের ছায়া নেমে এসেছেন।