সাভার প্রতিনিধি: সাভারের এক সাংবাদিকের বাসায় ১১ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগে কামাল হোসনে কে প্রধান অভিযুক্ত করে, এক সিনেমা হল কর্মচারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোকসানা আক্তার সাংবাদিকের স্ত্রী।
গত ১২-০৫-২২ ইং তারিখে মামলার বাদি রোকসানা আক্তার আশুলিয়া থানায় স্বশরিরে হাজির হয়ে, কামাল হোসেন ওরফে হল কামাল কে প্রধান আসামি করে মোট ১১ জনকে আসামী করে এই মামলার আবেদন পেশ করেন। মামলার বাদী তার অভিযোগে বলেন হল কামালের সহযোগিতায় বিবাদীগণ তার বাসায় গিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ মোট ১১ লক্ষ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় বাদী বাসায় ছিল না বলে উল্যেখ করেন মামলার লিখিত অভিযোগ পত্রে।
মামলা সুত্রে আরো জানা যায় বিবাদী কামাল হোসেন সঙ্গিদের সাথে নিয়ে সাংবাদিকের বাসা থেকে মালামাল চুরি করে নিয়ে যায়।