
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল: প্রেমের বিয়ের এক বছরের মাথায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছেন শিলা খাতুন (২০) নামের এক গৃহবধূ।
শুক্রবার (১৬ জুন) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল খাঁন (২৫) নামের এক যুবকের সঙ্গে শিলা খাতুনের (২০) সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। বিয়ের এক বছর পর শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শীলা খাতুন ওই গ্রামের পায়েল খানের স্ত্রী। তার বাবার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হিজলা গ্রামে।
স্বজনরা জানায়, এক বছর আগে পায়েলের সঙ্গে প্রেম করে বিয়ে হয় শিলার। এরই মধ্য বাড়ির সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছেন শিলা খাতুন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা বলেন, খবর পেয়ে শিলা খাতুন নামের মরদেহটি তাদের ঘর থেকে উদ্ধার করা হয়। শিলা নিজের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে বলে স্বামীর পরিবারের দাবি। তার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধায় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।