
নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজনে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্য পরিচিতি সভা ঘোষবাগ গ্রামীণ সামাজিক কনভেনশন সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় মোখলেছুর রহমান কাজলকে আহ্বায়ক ও সানাউল্লাহ ভূইয়া সানিকে সদস্যসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়।
২০ জুন বুধবার ঘোষবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারের হল রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।এসময় মোখলেছুর রহমান কাজলকে আহ্বায়ক ও সানাউল্লাহ ভূইয়া সানিকে সদস্যসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্যদের কে ফুলদিয়ে বরণকরে নেওয়া হয় ।
গ্রামীণ সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোখলেসুর রহমান কাজল আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটি, অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগীতায় সদস্য সচিব সানাউল্লাহ ভূইয়া সানি দিনভর তৎপর ছিলেন।
শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটির দিনভর অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ-ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি ঢাকা ১৯, ও সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামীলীগ ।
অনুষ্ঠানটিতে এসময় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু সাধারন সম্পাদক জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, চেয়ারম্যান ধামসোনা ইউনিয়ন পরিষদ ও সাধারন সম্পাদক আশুলিয়া থানা আওয়ামীলীগ ।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শামিম আহমেদ সুমন ভূইয়া চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামীলীগ।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনামুল হক মুন্সি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ঢাকা জেলা পরিষদ ও দপ্তর সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ, কবির হোসেন সরকার আওয়ামী যুবলীগ আহ্বায়ক আশুলিয়া থানা কমিটি, জমত আলী দেওয়ান সিনিয়র সহ-সভাপতি সাভার উপজেলা আওয়ামী লীগ, এছাড়াও বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের বেশকিছু কেন্দ্রীয় নেত্রীবৃন্দ সহ আশুলিয়া এলাকার আওয়ামীলীগ যুবলীগ শ্রমিকলীগের অসংখ্য নেতাকর্মী বৃন্দ মিছিল নিয়ে মুহুর্মুহ স্লোগানের মধ্যদিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্রামীণ সামাজিক কনভেনশন সেন্টারের অনুষ্ঠান স্থল।
বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক আহ্বায়ক কমিটি পরিচিতি সভাটি অনুষ্ঠিতের পূর্ব মুহুর্তে হাজ্বী ইউনুস আলী স্কুলের শিক্ষাত্রীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শিল্প সাহিত্য বিভিন্ন ভাবে ফুটিয়ে তুলতে দেখা যায় ।