ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চুরির ঘটনা যেন এক নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। আর এর শিকার হচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনসহ অসহায় মানুষেরা। তবে এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসিনতাকে দায়ি করছেন তারা।
পঞ্চগড়ের বোদা থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন সাহেদা বেগম বলেন আমি খাবার পানি আনতে যাই, এসে দেখি হাসপাতালে ডাক্তার রাউন্ড দিচ্ছে। ওয়ার্ডের মূল গেট তালা বদ্ধ। সকলে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছিলাম। কিন্তু হঠাৎ দেখি ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা-পয়সা নিয়ে গেছে। আমি দুপুরে খাবো সেই টাকা নেই, এখন রোগীর জন্য ঔষধ কিনবো, না কি নিজে খাবো ? হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমরা যাবো কোথায় ?
ঠাকুরগাঁও পৌর শহরের বিহারিপাড়া মহল্লার বাসিন্দা রহিমা বেগম বলেন আমার বোন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি আমার খালাকে দেখার জন্য আসি, সে সময় ডাক্তার ওয়ার্ডে ভিজিট দিচ্ছিল। তালাবদ্ধ গেটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আমার ভ্যানিটি ব্যাগের চেইন খোলা, সেখানে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রফিকুল ইসলাম বলেন আমার ভাই হাসপাতালে ভর্তি আছে। সে জন্য আমি কয়েকদিন ধরে আছি । কিন্তু আজ দুপুরে ঔষধ কিনে চার তলায় লিফটে থেকে নামার সময় দেখি আমার মানি ব্যাগ নেই। আমরা গরীব মানুষ চিকিৎসা নিতে এসে যদি এমন অবস্থা হয়, তাহলে আমরা যাবো কোথায় ?
মুসলিম নগর মাদ্রাসাপাড়া মহল্লার বাসিন্দা সহিদুল ইসলাম বলেন শুধু আজকে নয়, প্রতিদিনই চুরির ঘটনা ঘটেছে। আর এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন রোগীর স্বজনরা। একই কথা বলেন হাসপাতালের সামনে ব্যবসায়ী জাকির হোসেন, আল-আমিনসহ অনেকে।
শহরের সরকাপাড়া মহল্লার ইব্রাহীম আলম বলেন যেখানে নিয়মিত মানুষ সেবা নিচ্ছে, সেখানে দৃষ্টি দিয়ে না দিয়ে কিছু জায়গায় আজাইরা সরকার কোটি কোটি টাকা গোচ্চা দিচ্ছে। শহরের সব জায়গায় সিসি ক্যামেরা আছে কিন্তু হাসপাতালেই নেই। চুরির বিষয়টা যেন কোন বিষয়েই মনে করছেন না কর্তৃর্পক্ষ। তিনি বলেন সহায় সম্বল হারানো মানুষদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ যেন প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করেন। একই কথা বলেন শহরের সোহেল ইসলাম, রমজান আলীসহ অনেকে।
ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন আমি এখন ব্যস্ত আছি, আমাদের ডিরেক্টর মহোদয় আসছেন, পরে আপনাকে ফোন দিয়ে জেনে নেবো।