ঠাকুরগাঁওয় জেলা প্রতিনিধি : বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ করেছেন জেলা যুবলীগ।
শনিবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। ঘন্টাব্যাপী এই সমাবেশে জেলা ও উপজেলা যুবলীগের শতাধিক নেতকর্মীরা অংশ নেয়।
সভায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।