মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদের বাড়িতে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলার সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামে (বর্তমানে রফিক নগর) উপস্থিত হয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক শেষে জেলা প্রশাসক শহীদ রফিকউদ্দিন আহমদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রফিক নগরে আয়োজিত একটি আলোচনা সভায় যোগদান করেন।
এরপর তিনি ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে শহীদ রফিকউদ্দিন আহমদ কর্ণার উদ্বোধন করেন। এ সময় তার সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।