আখতারুজ্জামান ঠাকুরগাঁও :
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলার প্রাণকেন্দ্র বড় মাঠে ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিত্যক্ত বিমানবন্দর চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওজেলার প্রায় ৪০ লক্ষ জনসংখ্যার প্রাণের দাবী ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু হোক।
এতে জেলার চিকিৎসা সেবা, শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত সহ সার্বিক উন্নয়ন হবে বলে আশা করছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ওবায়দুল্লাহ মাসুদ, সত্য প্রসাদ ঘোষ নন্দন, শরিফুল করিম রুবেল, শুভ মেহেবুবা ইসলাম সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গের আয়োজনে সারাদিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু ও মেডিকেল কলেজ হাসপাতাল চাই এই দাবিতে সারাদিনে অন্তত ১০ হাজার গণস্বাক্ষর হবে বলে আশা করছেন আয়োজকরা।