মোঃ ইসলাম : বহিরাগত হারভেষ্টার বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় জেলা হারভেষ্টার মালিক সমিতির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সমিতির দেড় শতাধিক হারভেষ্টার মালিক। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন সমিতির সদস্যরা।
মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার মালিক সদস্যরা বলেন, হাওড় এলাকায় ৭০ ভাগ ভর্তুকি আর সমতলে ৫০ ভাগ ভর্তকিতে হারভেষ্টার কিনেছেন তারা। এ কারণে হাওড় এলাকায় হারভেষ্টার গাড়ীর সংখ্যা বেশি। ঠাকুরগাঁওয়ে যখন ধান গম কাটা-মাড়াই শুরু হয় তখন অন্য জেলায় তেমন কাজ থাকেনা। সে কারণে অন্য জেলার সব হেরভেষ্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরেনপ্রবেশ করে।
এ জন্য ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুর জেলার স্থানীয় হারভেষ্টার গুলো বেকার হয়ে পড়ে থাকে। আয় না থাকায় হারভেষ্টার মালিক গুলো কোম্পানীর কিস্তি শোধ করতে পারছে না।এখন পর্যন্ত অর্ধশত হারভেষ্টার মালিক টাকার অভাবে কোম্পানীতে হারভেষ্টার ফেরত দিয়েছেন। তাই ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরের হারভেষ্টার অন্য জেলায় যাবে না সেই সাথে অন্য জেলার হারভেষ্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরে প্রবেশ বন্ধের দাবি জানায়।
প্রতিবাদ সমাবেশে বকত্ব্য রাখেন, সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শামসুজ্জুহা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।