নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজন অসাধু ব্যবসায়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিনদপুর বাজারের অন্তর হোটেল এন্ড মিষ্টি দোকানিকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। নবীনগর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জিনদপুর বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রকাশ সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, নিয়মিত আইনশৃঙ্খলার রক্ষার অংশ হিসেবে জিনদপুর বাজারে আমরা অভিযান পরিচালনা করি। এখানে কিছু দোকানদার পন্যের অতিরিক্ত মূল্য নেওয়াসহ মূল্যতালিকা প্রকাশ না করায় তাদেরকে সর্তক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও জিনদপুর বাসস্টেন্ড সংলগ্ন ও ইব্রাহীমপুর ইউনিয়নের এতিমখানা মাললা ব্রিজ এলাকায় অবৈধভাবে সরকারী খাল ভরাটের অভিযোগে তিনি অভিযুক্তদেন ডেকে এনে আগামী ৫ দিনের মধ্যে খাল উদ্ধার করে দিবেন মর্মে তাদের থেকে মুছলেখা নেন।