
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ড্রেজার মেশিন জব্দ ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন এবং সদর উপজেলার সীমান্তবর্তী তরা ব্রীজ এলাকার কালীগঙ্গা নদী থেকে ১টি বড় ড্রেজার মেশিন জব্দ করা সহ বিপুল পরিমান পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, কিছু অসাধু ব্যাক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ ও বিপুল পরিমান পাইপ গুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
নদী ভাঙ্গণ প্রতিরোধ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।