শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৯নভেম্বর) (ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ফিতা কেটে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এই মেলায় নয়টি স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের মোট ৩৪টি স্টল বসানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতিসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকরা।