শাহাদাৎ হোসেন: নারায়ণগঞ্জের বন্দরে জমকালো আয়োজনে বিএসএলএ’র সংবর্ধনা অনুষ্ঠিত। নারায়ণঞ্জের সাউন্ড এবং লাইট ব্যবসায়ীরা ”বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন (বিএসএলএ)’র সদস্যরা কেন্দ্রীয় কমিটিকে জাকজমকপূর্ণভাবে সংবর্ধনা প্রদান করেন।
এসময় কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদেরকে নারায়ণগঞ্জ মদনপুর থেকে বিশেষ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান স্থানে পৌছান।
অনুষ্ঠান শুরুতেই ”বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন (বিএসএলএ)’র নারায়ণঞ্জের সদস্যরা কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদেরকে ফুলদিয়ে বরন করেন। পরে এক এক করে নতুন সদস্যদের পরিচয়পত্র পড়িয়ে দেন।
গত সোমবার সকালে নারায়ণগঞ্জে বন্দর গ্রীন গার্ডেন পার্কে জাকজমকপূর্ণ ”বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনে’র কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ”বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনে’র কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা ও নারায়ণগঞ্জসহ নারায়ণগঞ্জের সব উপজেলার সাউন্ড এবং লাইট ব্যবসায়ীরা।
এ সময় অনুষ্ঠানে ব্যবসা পরচিালনায় বিএসএলএ’র কিছু সুযোগ সুবিধাসহ বেশ গুরুত্বপূর্ন আলোচনা হয়। অনুষ্ঠানে আলোচনার পরে উপস্থিত অনেকেই সদস্য হওয়ার মত পোষণ করে সদস্য হয়ে যান।